![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/05/21/og/220536_bangladesh_pratidin_bdp-pirojpur-news.jpg)
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরাইলি নির্যাতন-নিপীড়ন ও হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা। শুক্রবার আসর নামায শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ওলামা পরিষদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বলাকা ক্লাব মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান, বাইতুশ সালাম মসজিদের ইমাম মুফতি আহসান উল্লাহ, কেন্দ্রিয় জামে মসজিদ এর ইমাম মুফতি নূরুল্লাহ, সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল, পুরাতন জামে মসজিদের ইমাম মুফতি আনিসুর রহমান প্রমূখ।