You have reached your daily news limit

Please log in to continue


পল্লবীতে খুনের আসামিদের একজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত: র‍্যাব

রাজধানীর মিরপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি,  মানিক নামে ওই ব্যক্তি পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার ৫ নম্বর আসামি।  

র‍্যাব বলছে, যে দুজন মূলত কুপিয়ে হত্যা করেছিল তাদেরই একজন মানিক। এই মামলায় গতকালই সাবেক সাংসদ আউয়ালকে (৫০) গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৪-এর পরিচালক মো. মোজাম্মেল হক জানান, গতকাল  দিবাগত রাত আড়াইটার দিকে মিরপুরের পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় ‘বন্দুকযুদ্ধ’ হয়। তিনি বলেন, সন্ত্রাসী দলের অবস্থান জানতে পেরে র‍্যাবের টহল দল ওই এলাকায় যায়।  তখন তাঁরা অতর্কিত গুলি চালায়। র‍্যাবও গুলি ছোড়ে। ১০ মিনিটের মতো গোলাগুলি হয়। সেখানে থেকে অন্যরা পালিয়ে গেলেও, একজনকে পড়ে থাকতে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন