![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F71e2ef45-7f55-4923-a7bf-f19f0a209145%252F186508269_260402135776044_3311741033132638686_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
ফেসবুকে ক্ষোভ: রোজিনার জামিন রোববার পর্যন্ত ঝুলিয়ে রাখা অবিশ্বাস্য, দুর্ভাগ্যজনক’
প্রথম আলো
প্রকাশিত: ২০ মে ২০২১, ২২:৫৮
প্রিজন ভ্যানের গ্রিলের ফাঁকে সাংবাদিক রোজিনা ইসলামের মুখের ছবি দেখে মানুষ ক্লান্ত হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে প্রিজন ভ্যানের ছবির পাশে রোজিনা ইসলামের স্বাভাবিক অবস্থার হাস্যোজ্জ্বল ছবি পোস্ট দেন। বুধবার রাতে অনেকে ঘুমোতে যাওয়ার আগে ফেসবুকের পোস্টে মুক্ত রোজিনা ইসলামকে দেখার প্রত্যাশা জানিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফেসবুক ব্যবহারকারী মানুষ সে আশাতেই ছিলেন। তবে দুপুরের পর চিত্র পাল্টাতে থাকে।