![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/20/ramadan-palestine-envoy-dhaka-200521-01.jpg/ALTERNATES/w640/ramadan-palestine-envoy-dhaka-200521-01.jpg)
আরব বিশ্বের বিভক্তি দুর্ভাগ্যের: ফিলিস্তিনি দূত
গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ড নিয়ে আরব দেশগুলোর বিভক্তি দেখে হতাশা প্রকাশ করেছেন ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান। বৃহস্পতিবার ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আরব বিশ্ব বিভক্ত এবং এই বিভক্তি অনেক দিনের। এটা খুবই দুর্ভাগ্যজনক।“আরবদের মধ্যে বিভক্তি আমাদেরকে দুর্বল করে দিচ্ছে।