এবার ভারতে নতুন মহামারি ‘কালো ছত্রাক’
ডেইলি স্টার
প্রকাশিত: ২০ মে ২০২১, ১৯:২৩
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের মধ্যেই মিউকরমাইকোসিস বা কালো ছত্রাককে মহামারি হিসেবে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এটিকে মহামারি হিসেবে ঘোষণা করে এই রোগে আক্রান্তদের তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মিউকরমাইকোসিসকে মহামারি ঘোষণা করতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ভারতের সমস্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগী বা কারও এ ধরনের উপসর্গ দেখা দিলে এ সম্পর্কিত সমস্ত তথ্য স্বাস্থ্য দফতর ও পরে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রজেক্ট (আইডিএসপি) নজরদারি সিস্টেমকে বাধ্যতামূলকভাবে জানাতে হবে।