![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F20%2F180230jamal.jpg%3Fitok%3DDwwcdMm2)
‘ফিলিস্তিন মুক্ত হোক, অনেক হয়েছে’
এনটিভি
প্রকাশিত: ২০ মে ২০২১, ১৮:৫০
করোনার এই সময়ে ইজরায়েলের যুদ্ধংদেহী মনোভাব বাড়ছেই। গাজায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তাই নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ফিলিস্তিনের ওপর এমন অমানবিক নির্যাতনের বিরুদ্ধে খেলোয়াড়রাও প্রতিবাদ-নিন্দা জানাচ্ছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ফিলিস্তিন মুক্ত হোক। অনেক হয়েছে।’ তিনি আরও লিখেছেন, ‘তাদের সাহায্যের জন্য, আর দোয়ার জন্য আরও অনেক হাত প্রয়োজন।’