'পুতুলের মতো বসেছিলাম, অপমানিত হয়েছি', মোদীর বৈঠকে ক্ষুব্ধ মমতা
করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বলতে দেওয়া হয়নি বলে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে এদিন নবান্নে মমতা বললেন, 'মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়ে, তাঁদের কথা বলতে দেওয়া হয়নি সৌজন্য বিনিময়ও করেননি। করোনা পরিস্থিতিতে আমাদের দাবিদাওয়া নিয়ে উপস্থিত ছিলাম। কাউকে ১ সেকেন্ডের জন্য কথা বলতে দেওয়া হয়নি। পছন্দমতো জেলাশাসকদের সঙ্গে কথা বলেন। আর ভাষণ দেন। সুপার ফ্লপ মিটিং। করোনা নিয়ে এত ক্যাজুয়েল বৈঠক! আমরা অপমানিত হয়েছি। পুতুলের মতো বসেছিলেন মুখ্যমন্ত্রী'।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে