হামলা থামবে না: নেতানিয়াহু

ডয়েচ ভেল (জার্মানী) ইসরায়েল প্রকাশিত: ২০ মে ২০২১, ১১:১৬

উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত গাজা স্ট্রিপে হামলা থামাবে না ইসরায়েল। বুধবার ফের একবার স্পষ্ট করে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা হয় তার। তারপরেই বিবৃতি প্রকাশ করে এ কথা জানিয়েছেন নেতানিয়াহু।


ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে অ্যামেরিকা। একদিকে তারা ইসরায়েলের সঙ্গে কথা বলছে, অন্যদিকে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হতে দিচ্ছে না। অ্যামেরিকার প্রশাসন সংবাদমাধ্যমকে জানিয়েছে, বুধবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয় জো বাইডেনের। সেখানে ডি এসকালেশন বা ধীরে ধীরে উত্তেজনা কমানোর পরামর্শ দেন বাইডেন। এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর বিবৃতি জারি করে। সেখানে বাইডেনকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত ইসরায়েল হামলা থামাবে না।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও