ভিডিও স্টোরি: কুসংস্কারাচ্ছন্ন ভারতের গ্রামগুলো; নিম গাছের নিচে করোনা চিকিৎসা!
যমুনা টিভি
প্রকাশিত: ২০ মে ২০২১, ১০:৫২
করোনায় বিপর্যস্ত ভারতে, শহরের চেয়েও করুণ চিত্র গ্রামাঞ্চলগুলোতে। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, ঘাটতি আছে প্রশাসনের নজরদারিতেও। এরমধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে উত্তর প্রদেশে। রাজ্যটির শুধু একটি গ্রামেই ১ মাসে ভাইরাসের প্রকোপে প্রাণ গেছে শতাধিক ব্যক্তির। অক্সিজেন, ওষুধ ও মেডিকেল সরঞ্জামের সংকটে, করোনা থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিচ্ছেন নানা কুসংস্কারের।