ফিলিস্তিনে হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের দাবি
ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধে জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে এক আলোচনা সভায়।
বুধবার বাংলাদেশ শান্তি পরিষদের এক ভার্চুয়াল প্রতিবাদ সভায় এ দাবি ওঠে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি ফিলিস্তিনে নিরীহ নাগরিকদের উপর ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হামলা ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনীর এই হামলায় ২০০ জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। নারী এবং শিশুরাও এই হামলা থেকে বাদ পড়ে নাই।