আর মাত্র ১০ দিন। এরপরই নিশ্চিত হয়ে যাবে আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নাকি ভারতের বাইরে অনুষ্ঠিত হবে। কারণ, ২৯ মে বিশ্বকাপ আয়োজন নিয়েই বিশেষ জরুরি সভায় বসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলা ঊর্ধ্বগতিতে প্রতিদিন প্রায় চার হাজার মানুষ ঢলে পড়ছে মৃত্যুর মুখে। এমন পরিস্থিতিতে মাঝপথে এসে আইপিএল স্থগিত করে দিয়েছে বিসিসিআই। প্রশ্ন উঠেছে আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও।