ভারতে এখন ‘ব্ল্যাক ফাঙ্গাসের’ ওষুধের সংকট
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মিউকরমাইকোসিস বা ‘ব্ল্যাক ফাঙ্গাসের’ সংক্রমণ বাড়ছে। এর জেরে দেশটিতে এই রোগ নিরাময়ের ওষুধ এম্ফোটেরিসিন বি-এর তীব্র সংকট দেখা দিয়েছে।
ভারতের বেশ কয়েকটি কোম্পানি এম্ফোটেরিসিন বি নামক ওষুধটি উৎপাদন করে। তবে চাহিদা বাড়ায় এরই মধ্যে ওষুধটি কালোবাজারি হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এই পরিস্থিতিতে অনেকেই জরুরি ভিত্তিতে এ ওষুধের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন।
মিউকরমাইকোসিস একটি বিরল সংক্রমণ। মিউকর নামে একটি ছত্রাকের সংস্পর্শে এলে এই সংক্রমণ হয়। সাধারণত মাটি, গাছপালা, পচনশীল ফল ও শাকসবজিতে এই ছত্রাক দেখা যায়।