পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য দপ্তর খবরটি নিশ্চিত করেছে।
শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার রাতে মীরা ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বুদ্ধদেবের চিকিৎসা বাড়িতেই চলছে বলে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। হাসপাতালে মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।