You have reached your daily news limit

Please log in to continue


সাংবাদিক রোজিনাকে মুক্তি দিয়ে দোষীদের শাস্তি দিন : আইইবি

সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। বুধবার (১৯ মে) দুপুরে এক বিবৃতিতে এই দাবি জানায় প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে আইইবি জানায়, গভীর উদ্বেগের সঙ্গে আইইবি লক্ষ করছে যে, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং দীর্ঘ সময় আটকে রাখার পর তার বিরুদ্ধে সরকারি নথি চুরির অপবাদে মামলা দেয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আইইবি কৃত্য পেশাভিত্তিক প্রশাসন ও মন্ত্রণালয় গঠনের বিষয়ে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক সমন্বয়ে গঠিত প্রকৃচির মাধ্যমে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন