You have reached your daily news limit

Please log in to continue


আমাদের রেস্তোরাঁটা মূলত খাবারের, কিছু সময় শিশা ‘সার্ভ’ করা হত: ওমর সানী

ঢাকার গুলশানে নিজের ছেলের মালিকানাধীন রেস্তোরাঁ ‘মন্টানা লাউঞ্জ’ থেকে শিশা সেবনের সরঞ্জামসহ ছয়জন গ্রেপ্তার হওয়ার পর অভিনেতা ওমর সানী বলেছেন, ওই রেস্তোরাঁটা মূলত খাবারের। কিছু সময় শিশা ‘সার্ভ’ করা হত।

ওমর সানী দাবি করেন, শিশা বার চালানো অবৈধ বলে তার জানা নেই, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “মনটানা লাউঞ্জ আমাদের। সাত থেকে আট মাস ধরে এটি চলছে। শিশার বিজনেস ইলিগ্যাল কোনো বিজনেস না। গুলশান-বনানীতে এটি ছাড়াও ৩০টির বেশি লাউঞ্জ রয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন