হবু মায়েদের সাহায্যে এগিয়ে এলেন আনুশকা
করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ চলছে ভারতে। ভয়াবহ এই ভাইরাস দ্বারা প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ৫২৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জন।
করোনাকালে কঠিন সময়ের মধ্যেই দিনকাটছে সকলের। তবে এই সময়টা বোধহয় আরও কঠিন হবু মায়েদের জন্য। যারা নিজের চেয়েও বেশি আতঙ্কে রয়েছেন সন্তানের কথা ভেবে।