![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/05/19/121122130653Bishpan.jpg)
বিষপানে অভাবের তাড়না মিটালেন দিনমজুর!
পটুয়াখালীর কলাপাড়ায় আর্থিক সঙ্কট ও অভাব অনাটনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মো. হারুন হাওলাদার (৬০) নামের এক দিনমজুর বিষপান করে আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ মে) সকালে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামে নিজ বাড়িতে বসে তিনি বিষপান করেন।
নিহতের স্ত্রী বিউটি বেগম জানান, সকলে সবার অজান্তে ঘরে থাকা বিষপান করেন তার স্বামী। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কলাপাড়া সদর হাসপতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।