করোনায় বুকে জমে থাকা কফ দূর করবে বিশেষ চা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ মে ২০২১, ১১:২৪
করোনা আক্রান্তদের বেশিরভাগই সর্দি-কাশিতে ভুগে থাকেন। অনেক সময় সর্দির কারণে গলা ও বুকে কফ জমতে শুরু করে। কাশির মাধ্যমে কফ উঠে আসে। যাকে বলা হয় মিউকাস বা শ্লেষ্মা। ঠান্ডা বা জীবাণুর আক্রমণে শ্লেষা বা মিউকাস নিঃসরণ বেড়ে যায়।
যেহেতু করোনার প্রভাবে শ্বাসযন্ত্র সংক্রমিত হয়ে থাকে; তাই এ মুহুর্তে ফুসফুসকে শক্তিশালী রাখতে শ্বাসযন্ত্রের কার্যকারিতা বাড়ানোর বিকল্প নেই। এজন্য সর্দি-কাশি থেকে শুরু করে গলা ব্যথাসহ শ্বাসযন্ত্র সুরক্ষিত রাখতে এ সময় বিশেষ পানীয় পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরাও।