ছুটি শেষে বন্দরে জাহাজজট
ঈদের ছুটি শেষে বন্দর জেটিতে ভেড়ানোর জন্য অপেক্ষমাণ জাহাজের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বন্দর চত্বরে কনটেইনারের সংখ্যাও। অবশ্য অন্যবারের তুলনায় এবার জাহাজজটের মাত্রা কিছুটা কম।
বন্ধের কারণে জট তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করছেন বন্দর কর্মকর্তারা। কারণ, তিন দিনের ছুটি শেষে কলকারখানা খুলতে শুরু করায় বন্দর থেকে আমদানি পণ্য নিতে শুরু করেছেন আমদানিকারকেরা। তাতে এক সপ্তাহের মধ্যে বাড়তি চাপ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।