পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’
পশ্চিমবঙ্গ উপকূলে আগামী সপ্তাহে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এই ঘূর্ণিঝড়ের জেরে উপকূল ও লাগোয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২০-২২ মে’র মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণবর্তা। সাগরে অনুকূল পরিবেশ থাকায় ক্রমশ শক্তি সঞ্চয় করে সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে তা বলা সম্ভব ঘূর্ণবর্তা সৃষ্টির পরেই। আগামী ২৬-২৭ মে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি।