গ্রেফতার নামী সাংবাদিক, বিক্ষোভ বাংলাদেশে
অনুমতি ছাড়া জাতীয় গোপন নথির ছবি তোলা ও কিছু নথি সরানোর অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করা হল বাংলাদেশের মহিলা সাংবাদিক রোজিনা ইসলামকে। তাঁর বিরুদ্ধে ঢাকার ১৮৬০ সালের দণ্ডবিধি অনুসারে চুরি ও ১৯২৩ সালের ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’এ মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের আগে প্রায় পাঁচ ঘণ্টা স্বাস্থ্য মন্ত্রকের সচিবের ঘরে আটকে রাখা হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।
সোমবার বেলা সাড়ে তিনটের সময় রোজিনা স্বাস্থ্য মন্ত্রকের কার্যালয়ে গিয়েছিলেন। তার পরেই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দাবি, রোজিনা করোনার টিকা নিয়ে রাশিয়া ও চিনের সঙ্গে সম্প্রতি স্বাক্ষর করা চুক্তির নথিপত্র নেওয়ার চেষ্টা করছিলেন। স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব ও একজন পুলিশ কর্মচারীর হাতে ধরা পড়েন তখনই। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে মন্ত্রকের একজন কর্মী রোজিনার গলা টিপে ধরেছেন।