You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করল নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিশ্ব সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে আবারও গাজায় ফিলিস্তিনিদের অবস্থানে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি। এরমধ্যেই, গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলা ও স্থল অভিযানের মধ্যেই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পশ্চিম তীর এবং জেরুজালেমে। খবর আল-জাজিরার।

গাজায় প্রায় দশদিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে অন্যান্য শহরেও। পশ্চিম তীর এবং জেরুজালেমে সাধারণ ফিলিস্তিনিরা রাস্তায় নেমে বিক্ষোভ করলে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসময় পুলিশকে গুলি, টিয়ার শেল ও স্টান গ্রেনেড ছুড়তে দেখা যায়। জবাবে, ইট পাটকেল ছুঁড়ে, রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায় নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে। এতে, দু’পক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। চলে ধরপাকড়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন