![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-26-20210518220642.jpg)
রোজিনার মুক্তির দাবিতে লন্ডনে সাংবাদিকদের কর্মবিরতি
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার লন্ডনে ইউকে-বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনার চত্বরে লন্ডনের স্থানীয় সময় বেলা দুইটায় এ কর্মসূচি শুরু হয়। প্রেস ক্লাব সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন শেষে সমাবেশে দলমত নির্বিশেষে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন।