ফাইজারের টিকা ১ মাস ফ্রিজে রাখা যাবে
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মে ২০২১, ১৮:১৯
ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা এখন আগের চেয়ে বেশি দিন রাখা যাবে ফ্রিজে। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমনটিই বলেছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) জানায়, টিকার ভায়াল খোলা না হলে ফ্রিজে এক মাস পর্যন্ত রাখা যাবে। আগে এই সময়সীমা ছিল পাঁচ দিন।
টিকা সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির ফলে ইউরোপজুড়ে টিকা কর্মসূচিতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।