স্বাস্থ্য খাতে দুর্নীতি আড়াল করতে রোজিনাকে আটক: জাসদ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মে ২০২১, ১৭:৫১
সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন এবং মামলা দিয়ে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি আড়াল করতেই এই সাংবাদিককে গ্রেপ্তার করানো হয়েছে বলে তারা মনে করছেন।
নথি চুরির অভিযোগ তুলে সোমবার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রাখা হয়। পরে অফিসিয়াল সিক্রেটস আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।