![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F65ce6a53-24b1-4c4c-8af1-ed94e0d0f453%252FWhatsApp_Image_2021_05_18_at_11_07_29_AM.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
সাংবাদিক রোজিনাকে আদালতে তোলা হয়েছে , শুনানি শুরু
সাংবাদিক রোজিনা ইসলামকে আজ মঙ্গলবার বেলা ১১টার একটু পরে সিএমএম আদালতে তোলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আদালতে রিমান্ড আবেদনের শুনানি শুরু হয়েছে।
সকাল আটটার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম সে সময় জানান, তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়।