ফিলিস্তিন জ্বলছে, এ আগুন নিভবে কবে
আবারও জ্বলছে ফিলিস্তিন। এক সপ্তাহ আগে গাজায় যে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়, তা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ৫৮টি শিশুসহ প্রায় ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। জবাবে হামাসের রকেট হামলায় নিহত হয়েছে ১০ জন ইসরায়েলি, যাদের একজন সেনাসদস্য। অশান্ত হয়ে উঠছে পশ্চিম তীর, সেখানেও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে ১৫ জনের বেশি ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও যুদ্ধ শেষের কোনো লক্ষণ নেই।
হামাসের সামরিক শক্তি নিঃশেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে, জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিমধ্যে গাজা সীমান্তে ইসরায়েলি সেনাবহর মোতায়েন করা হয়েছে, যেকোনো মুহূর্তে তারা স্থলপথে গাজা আক্রমণ করে বসতে পারে। এর আগে ২০১৪ সালে গাজায় ইসরায়েলের সর্বশেষ স্থল হামলা সাত সপ্তাহ স্থায়ী হয়েছিল। হামাসের শিরদাঁড়া ভেঙে দেওয়ার লক্ষ্যে হামলা চালানো হলেও সে লক্ষ্য যে অর্জিত হয়নি, এবারের হামলা থেকে তা স্পষ্ট।