![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F47dcf25d-599e-4701-aa44-2fdb0bb09393%252Fprothomalo_bangla_2021_05_8c2562b2_5795_47b2_9e33_1a739b2e6fed__DH0084_20210511_IMG_20210511_172153.jpg%3Frect%3D0%252C66%252C1248%252C655%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বিধিনিষেধের আওতামুক্ত দোকানপাট খুলছে
ঈদের পর অনেক এলাকার কিছু কিছু ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। আবার ঈদের ছুটির কারণে এখনো বন্ধও আছে অনেক দোকানপাট ও বিপণিবিতান। চলমান নিষেধাজ্ঞা বৃদ্ধির প্রজ্ঞাপনে স্পষ্ট করে কিছু বলা না থাকায় দোকানপাট ও বিপণিবিতান খোলা থাকবে কি না, সেটি নিয়ে অনেক ব্যবসায়ীর মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।