ভন ‘মানসিক কোষ্ঠকাঠিন্যে’ ভুগছেন, বললেন সালমান বাট

প্রথম আলো পাকিস্তান প্রকাশিত: ১৭ মে ২০২১, ১২:০৮

কোথাকার আলোচনা কোথায় গিয়ে গড়াল! যে আলোচনা শুরু হয়েছিল বিরাট কোহলি আর কেইন উইলিয়ামসনের মধ্যে কে সেরা সেটা নিয়ে, সেটি এখন গড়িয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের ম্যাচ ফিক্সিং আর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ‘মানসিক কোষ্ঠকাঠিন্য’ নিয়ে খোঁচাখুঁচিতে!


বিতর্কটার শুরু সালমান বাটই করেছিলেন। কোহলি আর কেইন উইলিয়ামসনের তুলনায় নিজের মত জানাতে গিয়ে ভন বলেছিলেন, উইলিয়ামসন ভারতের হলে তাঁকেই সেরা বলত সবাই। কিন্তু এ নিয়ে খোঁচা মেরে বসেন বাট। ভনের কোনো ওয়ানডে সেঞ্চুরি নেই জানিয়ে তাঁর কোহলি-উইলিয়ামসন বিতর্কে আলোচনা করার অধিকারই নেই বলে ইঙ্গিত করেছিলেন পাকিস্তানি সাবেক ব্যাটসম্যান। ভন আবার সেটির জবাবে পাল্টা দেন সালমান বাটের ২০১০ স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে খোঁচা মেরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও