![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F8e52ce34-eebf-4ce2-aad0-426c5c9fd628%252Fpexels_andrea_piacquadio_3768131.jpg%3Frect%3D0%252C433%252C6100%252C3203%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
আন্তরিকতায় বাড়বে ভালোবাসা
প্রথম আলো
প্রকাশিত: ১৭ মে ২০২১, ০৮:১৪
মানুষ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে জীবন ও জীবিকার প্রয়োজনে পরিবার থেকে দূরে সরে যেতে থাকে। এমনকি কাজের সূত্রে বিদেশেও বসবাস করতে হয় অনেককে। ধীরে ধীরে কর্মব্যস্ততা মানুষকে নানাভাবে আঁকড়ে ধরে। সময়ের অভাবে নিয়মিত দেখা করা বা কথা বলা হয়ে ওঠে না সবার সঙ্গে। কিন্তু পরিবার বলে কথা, যতই ব্যস্ততা থাকুক না কেন বা যত দূরেই থাকেন না কেন, তাদের জন্য কিছুটা সময় বের করতেই হবে। হতে হবে একটু আন্তরিক ও উদ্যোগী।