তিন বছরে ২০ ঘূর্ণিঝড়, দাপটে নাজেহাল কেরল

আনন্দবাজার (ভারত) কেরালা প্রকাশিত: ১৭ মে ২০২১, ০৬:৫৭

ঘূর্ণিঝড় ‘টাউটে’-র দাপটে এখন বিপর্যস্ত কেরলের প্রায় অর্ধেক জেলা। কিন্তু এই বিপদ শুধু এ বারের নয়। তিন বছরে ২০টা ঘূর্ণিঝড় মোকাবিলা করতে হয়েছে দক্ষিণের এই ছোট রাজ্যকে! এত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কী ভাবে যুঝে ওঠা যায়, সেই পথ খুঁজতে হচ্ছে রাজ্যকে।


কেরলের সরকারি সূত্র বলছে, গত তিন বছরে আরব সাগর এবং বঙ্গোপসাগরে ১০টি করে মোট ২০টি ঘূর্ণিঝড় এসেছে, যার প্রভাব পড়েছে উপকূলবর্তী এই রাজ্যে। আরব সাগরে দুর্যোগ ঘনীভূত হলে তার প্রত্যক্ষ অভিঘাতে ক্ষয়ক্ষতি বেশি হয় কেরলের। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের প্রভাব তুলনায় কিছুটা কম। রাজ্যের এক বিদায়ী মন্ত্রীর কথায়, ‘‘আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘নিসর্গ’, ‘গতি’র মোকাবিলা করতে হয়েছে ২০২০ সালে। তার আগের বছর ছিল ‘মহা’, ‘পবন’, ‘বায়ু’র মতো ঘূর্ণিঝড়। তার অতিরিক্ত ছিল বঙ্গোপসাগরের ‘ফণী’ বা ‘আমপান’। পরিকাঠামো যা তৈরি হচ্ছে, অল্প দিনেই দুর্যোগ এসে তার অনেক কিছু ক্ষতি করে দিচ্ছে!’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও