![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fpolitics%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnoor-20210516214510.jpg)
ভারতের আচরণ বন্ধুসুলভ নয় : নুর
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মে ২০২১, ২১:৪৫
প্রতিবেশী রাষ্ট্র ভারতের আচরণ বন্ধুসুলভ নয় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রোববার (১৬ মে) দুপুরে ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে ভার্চুয়াল নাগরিক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, ‘ভাসানীর মতো একজন মজলুম জননেতা আজ বাংলাদেশের প্রেক্ষাপটে দরকার। ভারত আমাদের বন্ধু হলেও তাদের আচরণ বন্ধুসুলভ নয়। ভারতের কারণে আমাদের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণাঞ্চলের পানি লবণাক্ত হয়ে পড়ছে। কোনো সরকারই ভারতের সাথে সমস্যা নিরসনে পদক্ষেপ নেয়নি।’