নেত্রকোণায় ‘শত্রুতায় বিষ দিয়ে’ খামারে মাছ নিধন
নেত্রকোণার কেন্দুয়ায় শত্রুতার জেরে এক খামারের পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর দুর্গাশ্রম গ্রামে হাফিজ উদ্দিনের মৎস্য খামারে এ ঘটনা ঘটেছে। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, “পুকুরের পানির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। পানির কোনো সমস্যায় মাছগুলো মরে নাই। ধারণা করছি মাছগুলো বিষক্রিয়ায় মারা গেছে।