গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেফতার
বরিশালের গৌরনদীতে ধর্ষণচেষ্টার অভিযোগে সিদ্দিকুর রহমান নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। রবিবার সকালে গ্রেফতারকৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সিদ্দিকুরের বাড়ি গৌরনদীর দক্ষিণ গোবর্ধন গ্রামে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, শনিবার রাতে দক্ষিণ গোবর্ধন গ্রামের দুই সন্তানের জননীর বসতঘরে প্রবেশ করে ধর্ষণেরচেষ্টা চালায় অভিযুক্ত পল্লী চিকিৎসক সিদ্দিক। এ সময় গৃহবধূর ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে পল্লী চিকিৎসক সিদ্দিকুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে তাকে গ্রেফতার দেখানো হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে