![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgfd-20210516131044.jpg)
করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়তে সক্ষম কো-ভ্যাকসিন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মে ২০২১, ১৩:১০
আন্তর্জাতিকভাবে আরও একবার প্রমাণিত হলো করোনার নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াইয়ে সক্ষম কোভ্যাক্সিন। গবেষণায় কোভ্যাক্সিনের মুকুটে জুটল আরও একটি পালক।
ক্লিনিকাল ইনফেকশন ডিজেজের গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, কোভ্যাক্সিন করোনার নতুন ভ্যারিয়েন্টের কার্যক্ষমতাকে হ্রাস করতে পারে। বি.১.৬১৭ এবং বি.১.১.৭ এই দুই প্রজাতির দেখা মেলে প্রথমে ভারতে ও ব্রিটেনে।