![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F35ee39e4-2145-43ad-8cc1-73bad221df23%252Fmaxresdefault.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ‘পাড়া বেড়ানো’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে টানাহেঁচড়া হচ্ছে। কাজ শুরু হওয়ার পাঁচ বছর পর প্রকল্পটি এবার ‘বেড়াতে’ যাবে। এত দিন ধরে শিক্ষা পরিবারে ছিল। আগামী অর্থবছর থেকে বিদ্যুৎ পরিবারে যাবে। প্রকল্পটি যেখানে বেড়াতে যায়, সেই পরিবার ‘ফুলেফেঁপে’ ওঠে। ১০ বছরে মেয়াদের রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্পটি আগামী পাঁচ বছর বিদ্যুৎ পরিবারেই থাকবে। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এখন ‘পাড়া বেড়ানো’র স্বভাব হয়েছে।
এবার একটু খোলাসা করা যাক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্পটি দেশের সবচেয়ে বড় প্রকল্প। কয়েক বছর ধরে বাজেটে খাতওয়ারি বরাদ্দ বাড়িয়ে দেখানোর জন্য এই প্রকল্প কাজে লাগানো হয়। কারণ, ১ লাখ ১৩ হাজার কোটি টাকার এই প্রকল্পেই প্রতিবছর সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়।