কলকাতায় আক্রান্তদের ৬৫% থাকেন আবাসনে

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ১৬ মে ২০২১, ০৮:২৬

কলকাতায় গত সাত দিনে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের ৬৫ শতাংশই আবাসনের বাসিন্দা। বাকি ৩৫ শতাংশের মধ্যে ৩০ শতাংশ বাড়িতে থাকেন এবং মাত্র ৫ শতাংশের ঠিকানা শহরের বিভিন্ন বস্তি বলে কলকাতা পুরসভা সূত্রের খবর।

গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময়ে বেলগাছিয়া বস্তি ছিল পুর প্রশাসনের চিন্তার কারণ। মাস তিনেক পর থেকেই বস্তিতে আক্রান্তর সংখ্যা কমতে থাকে। তবে গোড়া থেকেই বিভিন্ন আবাসন ও গৃহস্থ বাড়িতে করোনা আক্রান্তদের সংখ্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পুরসভার এক কর্তার মতে, 'বস্তির বাসিন্দারা ঠেকে শিখেছেন। কিন্তু সমাজের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের অনেকে এখনও নিয়ম ভেঙে চলেছেন, যার জেরেই সমস্যা।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও