You have reached your daily news limit

Please log in to continue


মদের নেশায় বুঁদ, দোকানের সামনে ভিড় সরাতে লাঠিচার্জ পুলিশের

করোনার ভয় নেই! ভ্যাকসিনও নেননি অধিকাংশ। তারমধ্যে দূরত্ববিধিকে কার্যত অমান্য করেই মদ কিনতে উপচে পড়ল ভিড়। অফিস, দোকান,কাজ ছেড়ে কয়েকঘণ্টা লাইনে দাড়িয়ে মদ কিনতে উৎসুক রাজ্যবাসী। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে যখন কার্যত লকডাউন জারি করেছে সরকার, তখন মদের দোকানের বাইরে এই লাইন দেখে উদ্বিগ্ন চিকিৎসকরা (Liquor Shops Closed)। বারুইপুর কামালগাজি বাইপাসে মদের দোকানে সুরাপ্রেমীদের ভিড়ের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে বারুইপুর থানার পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয় সকলকে। বন্ধ করে দেওয়া হয় বারুইপুরের পাঁচটি মদের দোকান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন