করোনার (Covid 19) দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বাংলা (Westbengal)। মারণ ভাইরাস মোকাবিলায় রাজ্যে কড়াকড়ি করল প্রশাসন। রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন (Lockdown) জারি করা হল। এমনকী, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনো নিষিদ্ধ করা হল। রাজ্যে করোনা বিধি না মানলে মহামারী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত কোনও জরুরি প্রয়োজন না থাকলে বিধিনিষেধ চলাকালীন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনো যাবে না। ওই নির্ধারিত সময়ে অযথা বাইরে বেরোলে পুলিশ আটক করতে পারে। মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে।