কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইরফান-অপর্ণার ‘যদি মাই না থাকি’

ইত্তেফাক প্রকাশিত: ১৫ মে ২০২১, ১৯:৫৯

ঈদ উপলক্ষে ইউটিউবে মুক্তি পেয়েছে নাটক ‘যদি মাই না থাকি’। আশিকুর রহমান পরিচালিত এ নাটকটি প্রকাশের পর থেকেই অভিনয়শিল্পী তারিক আনাম খান, ইরফান সাজ্জাদ, অপর্ণা ঘোষ এবং মুনিরা মিঠু থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আলোচনার পাশাপাশি দর্শকরা তাদের ইতিবাচক মন্তব্যও জানাচ্ছেন।


আশিকুর রহমান জানান, যেদিন আমি চলে যাবো, ঠিক সেইদিন থেকে আমিহীন এই পৃথিবীটা কেমন হবে? এখন আমি যতটা আছি আমার চারপাশের সবকিছু জুড়ে, তখন এর কতটুকু থাকবো? আদৌ কী আমি থাকবো কোথাও, যখন আমি থাকবো না? মানুষের শোকের আয়ু আসলে কতদিন? একটা মানুষ তো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আসলে জানতে পারেনা তাকে ছাড়া তার সংসার, আত্মীয়স্বজন কিভাবে চলছে! কে কী করছে! তার কথা কি কেউ মনে রাখছে! নাকি ভুলে গেছে! এমন ভাবতে ভাবতে এই নাটকের মূল চরিত্র সোবহান সাহবের মাথায় একটা পাগলামি চেপে বসে। সেই পাগলামির জেরে তার সামনে এক অনাকাঙ্খিত বাস্তবতা এসে হাজির হয়। তিনি বিস্মিত হয়ে পড়েন। এমন ভাবনা থেকেই নাটকটির সূত্রপাত। সেরকমই একটা গল্প দেখানো হয়েছে নাটকটিতে। আর সেজন্যই নাটকের নাম রাখা হয়েছে ‘যদি আমি না থাকি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও