সুইডেনের অজানা তথ্য
ওয়েস্টার্ন ইউরোপে যারা রোরমকারে (প্লাম্বার), ব্রান্ডম্যান (দমকলকর্মী), সিনিক্কারে (কাঠমিস্ত্রি), ইলেকট্রিকার (বৈদ্যুতিক) কিংবা স্ক্রার্দারে (দর্জি) তারা নবম শ্রেণি পাশ করার পর দুই তিন বছরের পেশাগত প্রশিক্ষণ শেষে কর্মে নিযুক্ত হয়।
আমরা সবসময় উচ্চশিক্ষা আর শিক্ষিতদের জীবন কাহিনি নিয়েই ব্যস্ত থাকি। এর ফলে জানা হয় না কম শিক্ষিতদের লাইফ স্টাইল সম্পর্কে। আজ কিছু অজানা তথ্য তুলে ধরব সুইডেনের বিশেষ কিছু কর্মীদের জীবন ব্যবস্থা। আমি গত মাসে স্টকহোম শহর ছেড়ে একটু গ্রামের দিকে মুভ করেছি। নতুন বাসা সত্ত্বেও ছোটখাটো অনেক কাজ করা লেগেছে সবকিছু অ্যাডজাস্ট করতে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অজানা
- অজানা তথ্য