You have reached your daily news limit

Please log in to continue


ভিউয়ের রেকর্ড গড়ল সালমানের ‘রাধে’, কটাক্ষেও

মুক্তির সঙ্গে সঙ্গে রেকর্ড গড়ল সালমান খান অভিনীত ও প্রযোজিত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এক দিনে ৪২ লাখবার দেখা হয়েছে ছবিটি। ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এ ছবি। আর এ ছবির মাধ্যমেই স্ট্রিমিংয়ের ভুবনে যাত্রা শুরু করলেন বলিউড তারকা সালমান খান। বলা চলে, বলিউডের অন্য দুই খানের আগেই তিনি চলে এলেন এখানে। এ ছাড়া প্রথম বলিউড ছবি হিসেবে একই সময়ে বেশ কয়েকটি প্ল্যাটফর্মে মুক্তিরও রেকর্ড করল ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’।

ভিউয়ের এ রেকর্ড নিয়ে ভীষণ আনন্দিত সালমান ইনস্টাগ্রামে ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের। বলেছেন, ‘ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এক দিনে “রাধে”কে সর্বোচ্চবার দেখা ছবি বানিয়ে দেওয়া বড় উপহার। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া চলচ্চিত্র বাঁচবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন