তীব্র দাবদাহে পুড়ছে মোংলার জনজীবন
শুক্র ও শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। তবে ৪-৫টি জেলা ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি বরং পুড়তে হচ্ছে প্রচণ্ড দাবদাহে। শনিবার সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, যশোর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মোংলার জনজীবন। প্রচণ্ড গরমে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ।