ক্লাব ঘর, কমিউনিটি হলকেও এ বার আইশোলেশন সেন্টার করা যাবে, অনুমতি রাজ্যের

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৫ মে ২০২১, ১৭:২৪

কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। পশ্চিমবঙ্গেও সেই হানায় প্রতি দিন সংক্রমিত হচ্ছেন গড়ে প্রায় ২১ হাজার মানুষ। এ বার পরিস্থিতি সামাল দিতে ক্লাব, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসার অনুরোধ জানাল রাজ্য স্বাস্থ্য দফতর। আইসোলেশন হোমের সংখ্যা বাড়াতে ওই সংগঠনগুলিকে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে।


সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতর একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশনামায় লেখা হয়েছে, এ বার থেকে কোনও ক্লাব অথবা কোনও স্বেচ্ছাসেবী সংস্থা করোনা-আক্রান্তদের জন্য ফাঁকা ফ্ল্যাট, ক্লাবঘর বা কমিউনিটি হলের ব্যবস্থা করতে পারেন। রাজ্য সরকার এই আইসোলেশন হোম গড়তে সব রকম সাহায্য করবে। সরকারি উদ্যোগে নিয়মিত চিকিৎসকরা রোগী দেখতে যাবেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও