মঙ্গলের অজানা তথ্য তুলে আনবে চীনের মহাকাশযান
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৫ মে ২০২১, ১৭:০০
মঙ্গলগ্রহের মাটিতে সফলভাবে অবতরণ করেছে চীনের মহাকাশযান ঝুরং রোভার। গতকাল শুক্রবার (১৪ মে) দিবাগত রাতে লাল গ্রহের বায়ুমণ্ডলের বাধা পেরিয়ে প্যারাস্যুটের সাহায্যে ইউটোপিয়া প্ল্যানিশিয়া লাভাভূমিতে নেমেছে।
আমেরিকার পারসিভারেন্স রোভারের পরে চীনের ঝুরং রোভার দ্বিতীয় প্রতিনিধি হিসেবে মঙ্গলের মাটিতে ঘুরে বেড়াবে। চীনের এই মিশনের নাম দেওয়া হয়েছিল নিহাও মার্স।
- ট্যাগ:
- বিজ্ঞান
- মঙ্গল গ্রহ
- মঙ্গল
- মহাকাশ যান