‘প্রায় এক বছর ধইরা দুপুরের খাবার দিতাছে’
‘সবার সুখে হাসব আমি, কাঁদব সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে’, পল্লিকবি জসীমউদ্দীনের এমন অমর কবিতার চরণ অনুসরণ করে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে নিয়ে ভিন্ন রকম ঈদ উদ্যাপন করেছে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশন।
শেরপুর জেলার একঝাঁক তরুণ পেশাজীবীর সমন্বয়ে গঠিত নৃ ফাউন্ডেশন। গতকাল শুক্রবার বিকেলে শহরের চকপাঠক এলাকার পৌর ঈদগাহ মাঠে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মুখে ঈদের খাবার তুলে দিয়েছেন স্বেচ্ছাসেবীরা। এসব খাবারের মধ্যে ছিল খাসির বিরিয়ানি, ডিম, বুটের ডাল, সেমাই ও সালাদ। আর এমন খাবার খেয়ে বেশ খুশি তাঁরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনাহার
- খাবার বিতরণ
- লকডাউন
- করোনা সংক্রমণ