শ্যামপুরে রাসায়নিক গুদাম নির্মাণ কবে শেষ হবে?
দুই বছরের বেশি সময় আগে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শ্যামপুরের উজালা ম্যাচ কারখানার জায়গায় রাসায়নিক গুদাম নির্মাণ শুরু করে শিল্প মন্ত্রণালয়। কিন্তু এখনো এই গুদাম নির্মাণের কাজ শেষ হয়নি। বাকি কাজ শেষ করতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গুদাম নির্মাণের কাজ শেষ হলে কবে নাগাদ পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের অভিযোগ, গুদাম নির্মাণের কাজ শেষ হলেও কোন প্রক্রিয়ায় স্থানান্তর কার্যক্রম শুরু হবে, কতো সংখ্যক গুদাম এবং কোন কোন গুদাম স্থানান্তর করা হবে, তা এখনো নির্ধারণ করেনি শিল্প মন্ত্রণালয়। এই কাজগুলো করতে অন্তত এক বছর সময় লাগবে। কারণ শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের কথার সঙ্গে কাজের মিল নেই। তারা অনেক ধীরগতির।