![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F15%2Findia.jpg%3Fitok%3DUW4b0jyM)
করোনাভাইরাসেরও বাঁচার অধিকার আছে : ভারতের উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী
নভেল করোনাভাইরাসেরও প্রাণ আছে। তারও আছে বাঁচার অধিকার—এবার এমনই চাঞ্চল্যকর দাবি করে বসলেন ভারতের উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা ত্রিবেন্দ্র সিং রাওয়াত। সারা বিশ্ব যেখানে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে আতঙ্কিত, বিশ্বজুড়ে যখন প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, করোনার থাবায় বেড়ে চলেছে মৃত্যু মিছিল, সেখানে দাঁড়িয়ে কীভাবে করোনাভাইরাসকে নির্মূল করে মানবজাতিকে রক্ষা করা যায় সেই চেষ্টায় লাগাতার গবেষণা চালাচ্ছেন চিকিৎসক বিজ্ঞানীরা। আর ঠিক সে সময় করোনাভাইরাসের প্রতি ‘সহমর্মিতা’ দেখিয়ে ফের বিতর্কের মধ্যমণিতে উঠে এলেন উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী।