![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/15/silverwood-150521-01.jpg/ALTERNATES/w640/silverwood-150521-01.jpg)
সিরিজের সময় সিলভারউডের বিশ্রাম, দায়িত্বে কলিংউড-থর্প
ইংল্যান্ডের বিশ্রাম নীতি নিয়ে বিতর্ক যতই হোক, সেখান থেকে সরে আসছে না তারা। বরং ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফকেও আনা হচ্ছে এটির আওতায়। এই ইংলিশ গ্রীষ্মে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় বিশ্রামে থাকবেন প্রধান কোচ ক্রিস সিলভারউড।