যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, যে, শিথিলতার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা নুতন করে সমগ্র দেশজুড়ে সন্ত্রাসী হামলায় নিয়োজিত হতে পারেI যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড নিরাপত্তা দপ্তর শুক্রবার তাদের হুশিয়ারিতে জানায়, তাদের হুমকি ব্যাপক ও পরিবর্তনশীল হতে পারেI